সংবাদ সারাদেশ

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে নাবিল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিএপাটি গ্রামের সুরা ইসলামের ছেলে হাসু ( ২৮), বাসের সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার লক্ষণ বাহাদুরের  ছেলে রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে মোহাম্মদ আলী (৫২), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের মমিনুর ইসলামের মেয়ে সায়মা মেহনাজ (৫), বোচাগঞ্জ উপজেলার জাহিদ হাসানের মেয়ে বিভা (১০) ও  দিনাজপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের সদেশ রায় (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও নাবিল বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যা্য। এ সময় আহত ২৮ জনের মধ্যে গুরুতর আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে তিনজন ও পরে একজন মারা যান।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের সঙ্গে নাবিল বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ট্রাকচালক ও বাসের হেলপারসহ ছয়জন নিহত এবং ২০ জনের অধিক আহত হন। রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইন্সে নেয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে ও জানান তিনি। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button