সংবাদ সারাদেশসারাদেশ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ডিমবোঝাই পিকআপের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নম্বর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জনের মধ্যে এক জন কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে শিপন আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন।
তিনি বলেন, ভোরে উত্তরবঙ্গ থেকে একটি ডিমবোঝাই পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নম্বর ব্রিজে আসার পর পিকআপাট নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।



