সংবাদ সারাদেশসারাদেশ
টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় নিহত দুই
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পিকআপের ধাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১ জন। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে বাদশা মিয়া এবং অপর জন কাশতলা গ্রামের জুয়েল।
এ ঘটনায় ঘাটাইল থানার এসআই বেলাল হোসেন জানান, ১ মোটরসাইকেলে ৩ আরোহী ছিলেন। কদমতলী এলাকায় ১ টি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে ১ জন মারা যান। কালিহাতী হাসপাতালে নেয়ার পর মারা যান আরেক জন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



