সংবাদ সারাদেশসারাদেশ
ঝালকাঠিতে যুবককে পিটিয়ে হত্যা
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মুরাদ আলী।
নিহত রিয়াজ ফকির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে।
জানা গেছে, গতকাল রোববার রাত ২ টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় চোর সন্দেহে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে মারা যান তিনি। সোমবার সকালে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ঐ যুবককে মৃত অবস্থায় ঝালকাঠি হাসপাতালে আনা হয়েছে।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




