চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নিহত এক যুবক
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে সোহাগ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত সোহাগ আলী দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শমসের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে সোহাগ সহ কয়েক জন নিজ গ্রাম থেকে চাকুলিয়ায় যাচ্ছিলেন। এ সময় সোহাগের বাম পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে নিজ গ্রাম ফুলবাড়ি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কাছাকাছি দূরত্ব হওয়ায় ভারত সীমান্তের এক ওঝার নিকট নিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সোহাগ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, রাতে কয়েক জন ব্যক্তি মৃত অবস্থায় সোহাগকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তারা জানান, সাপের কামড়ের পর ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুক করেছেন। মৃতের বাম পায়ে সাপের কামড়ের আলামত দেখতে পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, জেনেছি সাপের কামড়ে এক জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিল।




