সংবাদ সারাদেশসারাদেশ

চলন্ত ট্রেনে হার্ট অ্যাটাক, মেয়ের সামনে বাবার মৃত্যু

গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তখন দুপুর। দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে ট্রেনে মেয়েকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বাবা আব্দুস সালাম। পথে চলন্ত ট্রেনেই হার্ট অ্যাটাক করেন তিনি। চাটমোহর স্টেশনের মাঝামাঝি স্থানে এসে মারা যান তিনি।

আজ বুধবার দুপুর ২টার সময় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। নিহত আব্দুস সালাম বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক ছিলেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মৃত আব্দুস সালামের ভাতিজি জামাই বোচাগঞ্জ উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী।

তিনি আরও জানান, তার একমাত্র মেয়ের জামাই সরকারি চাকরিরত অবস্থায় ৪-৫ মাস আগে মারা গেছেন। সেই মেয়েকে নিয়ে দাবিকৃত টাকা তোলার জন্য ট্রেনে ঢাকা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনে ঘুমের মধ্যে নাটোর স্টেশন থেকে চাটমোহর স্টেশনের মাঝখানে হৃদক্রিয়া বন্ধ (হার্ট অ্যাটাক) হয়ে মারা যান তিনি।

আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ দিনাজপুরের বোচাগঞ্জে নেয়া হয়। এ সময় গ্রামে শোকের ছায়া নেমে আসে। বুধবার দুপুর ২টার সময় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে দিনাজপুর স্টেশন সুপার এ কে এম জিয়াউর রহমান বলেন, ঘটনা শুনেছি। ছুটিতে থাকার কারণে বিস্তারিত জানাতে পারেনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button