সংবাদ সারাদেশসারাদেশ

গোপালগঞ্জে বৃষ্টিতে ভিজতে গিয়ে নিহত দুই শিক্ষার্থী

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী পানিতে ডুবে নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজী ইসমাইল হোসেন।

নিহতরা হলেন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসফিয়া জাহান ঋতু এবং আনিয়া জাহান হিয়া। ঋতুর বাড়ি চাঁদপুর ও হিয়ার বাড়ি খুলনার বড় বয়রার মধ্য পাড়ায়।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। এসময় ঐ ২ শিক্ষার্থী লেকেরপাড় দিয়ে বৃষ্টিতে ভিজ ছিলেন। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয়ের লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

এক পর্যায়ে তারা লেকে ২ শিক্ষার্থীকে দেখতে পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের নিহত ঘোষণা করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button