সংবাদ সারাদেশ

কোটি কোটি টাকার চেকসহ যুবলীগ নেতা ‘ডিজে শাকিল’ গ্রেফতার

সংবাদ চলমান ডেস্ক:

ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস নামে একটি ফেসবুক পেইজ খুলে দেশব্যাপী প্রতারণার জাল বিস্তার করেছিল যুবলীগ নেতা রাব্বী শাকিল ওরফে ডিজে শাকিল (৩২)। শাকিল সিরাজগঞ্জের তাড়াশের যুবলীগ নেতা। গতকাল বুধবার রাতে ডিজে শাকিলসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার অফিস থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২০১ কোটি টাকার ভুয়া চেক, সামরিক বাহিনীর ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয় পত্র ছাড়াও বিভিন্ন সরঞ্জাম।

গতকাল বুধবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তাড়াশে ডিজে শাকিলের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এছাড়া গ্রেফতার হন তার সহযোগী আইটি বিশেষজ্ঞ হুমায়ুন কবির (২৮) ও ম্যানেজার হারুনার রশিদ (২৬)।

উল্লেখ্য, ডিজে শাকিল রিশান ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস নামের দু’টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button