সংবাদ সারাদেশসারাদেশ

কুষ্টিয়ায় খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো দুই যুবক

কুষ্টিয়া প্রতিনিধিঃ

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তরিকুল ইসলাম (৩৫) এবং শাকিল আহম্মেদ (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নাইম হোসেন (১৬) নামে কিশোর। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার শাকিল আহম্মেদ। আহত নাইম হোসেন দৌলতপুর উপজেলার গাছের দাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিনের মতো ফুটবল খেলছিলেন স্থানীয় ছেলেরা। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাইম হোসেন আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুবাইয়া ফারজানা বলেন, বজ্রপাতে গুরুতর অবস্থায় শাকিল ও নাইম নামে দুই জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়া তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল আহম্মেদর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি। নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিল আহম্মেদ নামে ওই যুবকের মৃত্যু হয়। এবং তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।

এই ধরণের সংবাদ

Back to top button