সংবাদ সারাদেশ

ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না কিশোরগঞ্জ ভৈরবের ৯ যুবকের

সংবাদ চলমান ডেস্কঃ

গত মঙ্গলবার লিবিয়ায়  ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারীরা। এ হত্যার পর ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না কিশোরগঞ্জের ভৈরবের ৯ যুবকের। এর মধ্যে ঘটনাস্থলেই ৬ জন মারা গেছেন। বাকি তিনজন আহত হয়েছেন।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব ইউএনও লুবনা ফারজানা।

নিহতরা হলেন সাদেকপুর ইউপির রসুলপুর গ্রামের মেহের আলীর ছেলে সাদ্দাম হোসেন আকাশ, শ্রীনগর ইউপির বাচ্চু মিলিটারির ছেলে শাকিব ও শিবপুর ইউপির শম্ভুপর গ্রামের মুখলেস মিয়ার ছেলে মোহাম্মদ আলী এবং ভৈরববাজারের অধির চন্দ্র ঋষির রাজন চন্দ্র ঋষি। আর নিহত শাকিলের এখনও সঠিক নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আহতারা হলেন সাদেকপুর ইউপির মোটুপী গ্রামের আব্দুল আলীর ছেলে সৌরভ আহমেদ সোহাগ, শিবপুর ইউপির শম্ভুপুর গ্রামের আব্দুস সাত্তারে ছেলে জানু মিয়া ও পৌর শহরের জগনাথপুরের শফর আলীর ছেলে সজল মিয়া।

নিহত সোহাগের বাবা আব্দুল আলী জানান, প্রায় এক বছর আগে স্বপ্নের দেশ ইতালীর যেতে লিবিয়ায় পাড়ি দেন তার সন্তান। সেখানে কয়েক মাস থাকার পর উপজেলার শ্রীনগর গ্রামের পূর্ব পাড়ার সোনা মিয়া ছেলে তানজীরের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য তিন লাখ টাকার মাধ্যমে চুক্তি হয়। ইতালিতে পৌঁছানোর পর তাকে টাকা পরিশোধ করতে হবে। এরপর থেকে তার সন্তান সোহাগের আর খোঁজ মিলছে না।

তিনি আরো জানান, দেশের কিছু অসাধু দালালের খপ্পরে পড়ে ইতালিতে যাওয়ার জন্য জীবন বাজি রেখে টাঙ্গি দিয়ে পাড়ি দেয়ার কথা ছিল। কিন্তু পরে তাদের জিম্মি করে দেশে পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবি দালাল চক্রটি। একই সঙ্গে একটি কক্ষে জিম্মি করে মারধর করে তারা। দালাল চক্রের কথা টাকা দিতে না পারায় আমার সন্তানকে হারালাম।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র মিথ্যে প্রলোভন দেখিয়ে লিবিয়ায় থেকে স্বপ্নের দেশ ইতালীর যেতে আগ্রহী করে। পরে তাদের জিম্মি করে দালালরা ইচ্ছে মতো টাকা আদায় করে। দিনের পর দিন খাবার না দিয়ে আটকে রেখে বাড়ি থেকে টাকা দিতে চাপ প্রয়োগ করে। ফলে কেউ কেউ বাধ্য হয়ে বাপ-দাদার ভিটেমাটি বিক্রি করে দালালদের হাতে টাকা তুলে দেয়। এসব ঘটনায় অনেকেই এখন নিস্ব হয়ে পড়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কিশোরগঞ্জের এসপি মাশরুকুর রহমান খালেদ জানান, লিবিয়ায় ২৬ বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারীরা। এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না ভৈরবের সর্বমোট কতজন নিহত এবং আহত হয়েছেন। তবে স্থানীয়দের সঙ্গে কথা জানা গেছে, ভৈরবের ৪ থেকে ৫ জন যুবক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। গতকাল থেকে আমরা কাজ করছি। আশা করছি সঠিক তথ্য জানা যাবে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button