বি আর টিসির চাপায় রাজশাহী নগরীতে ১ জনের মৃত্যু আহত ২
স্টাফ রিপোর্টারঃ
বেপরোয়া বাসের চাপায় রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় এক নারী নিহত হয়েছেন বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে নিহতের নাম শুভেচ্ছা (২৫)।
এই ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে ও স্বামী। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত শুভেচ্ছা স্বপরিবারে রাজশাহী নগরীর তেরখাদিয়া পশ্চিম পাড়া এলাকায় থাকতেন। শুভেচ্ছা রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন এবং তার স্বামী সবুজ নগরীর একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন ।
বোয়ালিয়া থানা এই বিষয়টি নিশ্চিত করে জানান,বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেল যোগে স্টেশনের দিক থেকে ভদ্রার দিকে স্বপরিবারে যাচ্ছিলেন শুভেচ্ছার পরিবার। এসময় বিআরটিএ এর একটি গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই সুভেচ্ছা মারা জান বলে জানা গেছে।
আর আহত শুভেচ্ছার স্বামী ও শিশু সন্তানকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসটি পালিয়ে গেলে ও পরে বেলপুকুর পুলিশ চেক পোস্টে। পুলিশ বাসটিকে আটক করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের কর্মকর্তা গন ।


