সংবাদ সারাদেশসারাদেশ

সরিষাবাড়ীতে মরহুম মতিয়র রহমানের স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

 বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সরিষাবাড়ীঃ

ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, সুস্থ দেহ-সুন্দর মন”।এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের উত্তর চুনিয়া পটল যুব সমাজ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মরহুম মতিয়র রহমান তালুকদার  স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল (৫ আগষ্ট) শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উত্তর চুনিয়া পটল বউ বাজার এলাকায় এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী সরকারি গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১নং সাতপোয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রেজাউল করীম, সাধারণ সম্পাদক মির্জা সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমজাদ ফকির, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সাজিদ মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শিপন আহমেদ, ইউপি সদস্য লাল মিয়া ও নজরুল ইসলাম সহ সমাজ সেবক আলতাব মন্ডল প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ অত্র এলাকার ছোট বড় হাজারো ফুটবল প্রেমী নারী-পুরুষেরা উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।  

উক্ত ফাইনাল খেলায় অংশ নেন, আরাফাত ফুটবল একাদশ বনাম আমানুল্লাহ ফুটবল একাদশ। প্রথমার্ধ খেলায় কেউ গোল না করতে পারায় ট্রাইবেকার দেওয়া হয়। ট্রাইবেকারে ৩/৪ গোলের ব্যবধানে  আমানুল্লাহ ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হন  আরাফাত ফুটবল একাদশ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এলাকার কৃতিসন্তান ও সরিষাবাড়ী সরকারি গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুর রহমান। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১নং সাতপোয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি স্বপন ফকির। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জেষ্ঠ্য সন্তান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ফাইনাল খেলাটি উৎস্বর্গ করা হলো বলে জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button