রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

হঠাৎ করেই রাজশাহীতে অটোচালকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদকঃ

হঠাৎ করেই রাজশাহী মহানগরীর রাস্তায় শুরু হয়েছে অটোচালকদের অঘোষিত ধর্মঘট। আজ (২৮ আগস্ট) রবিবার সকাল থেকে বড় অটোরিকশাগুলো রাস্তায় দেখা যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

যদিও বা যে দুই-একটা অটোরিকশা রাস্তায় দেখা মিলছে, সেগুলোতে ভাড়া চাইছে দুই-তিন গুন বেশি।নগরীর কাজলা থেকে বাজারের ভাড়া ১০ টাকা সেই ভাড়া আবার ২০ টাকা চায়ছে।

এদিকে অটোরিকশা মালিক সমিতির দাবি, তারা এর সাথে সম্পৃক্ত নয়। তবে অটো চালকদের হয়ে স্থানীয় একজন কাউন্সিলর উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। তিনিই অটোচালকদের উসকে দিচ্ছেন ভাড়া বাড়ানোর জন্য যাত্রীদের জিম্মি করতে অটোরিকশা চলাচল বন্ধ করেছে।

স্কুল-কলেজ, অফিস, দোকানপাটে যাবার পথে ভোগান্তির মুখে এক স্কুল ছাত্রী বলেন, আগে থেকে জানতাম না আজ অটোচালকদের ধর্মঘট।স্কুলে বের হয়েই রাস্তায় দেখি বড় অটোরিকশা চলছে না।যদিও বা দুই-একটা অটো চলছে যাওয়ার কথা বললেই ১০ এর ভাড়া ২০ টাকা চাচ্ছে।ছোট অটোরিকশাগুলোতেও একই অবস্থা। হঠাৎ করেই এমন ধর্মঘট চলার কারনে আমরা শিক্ষার্থীরা পড়েছি বেকায়দায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button