রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

সিটি মেয়রের বৈষম্যের স্বীকার রাজশাহীর সাংবাদিকরা

ষ্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে সাংবাদিকদের মধ্যে বৈষম্য তৈরী করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এই এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

দেশের আটটি সিটি কর্পোরেশনের মধ্যে অন্যতম একটি সিটি কর্পোরেশন, রাজশাহী। আর এই সিটির অভিভাবক হচ্ছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। কিন্তু তিনি যেন কোন ভাবেই সাংবাদিকদের এক নজরে দেখছেন না। প্রতি বছরই মাননীয় মেয়র সাংবাদিকদের জন্য কিছু সম্মানী বরাদ্দ রাখে। কিন্তু তা মেয়রের মনোনিত, যা ন্যক্কার জনক। এবিষয়ে রাজশাহীতে কর্মরত অনেক সাংবাদিক দুঃখ প্রকাশ করেছে। এবং অবেগ জড়ানো কন্ঠে অনেক অবেগী কথাও বলেন।

 

দেশ যখন করোনা যুদ্ধে ব্যাস্ত  ঠিক সেই মুহুর্তে সরকার দেশের জুরুরি বিভাগ ছাড়া সকল কিছু বন্ধ ঘোষনা করেছেন। আর ক্রান্তিলগ্নে সংবাদের অন্যতম মাধ্যম হয়ে উঠে অনলাইন নিউজ পোর্টাল গুলো। কিন্তু তারপরও এই মাধ্যম গুলোতে কাজ করা সাংবাদিকরা আজ সাংবাদিক না। শুধু তাই নয় আজ যারা মেয়র ও তার আশেপাশের লোকদের খেদমত করছে শুধু তাদেরকে ডেকে সম্মানিত করেছে। শুধু তাই নয় যারা জাতীয় পত্রিকাতে কাজ করছে তাদের অনেককেই  এই মুল্যায়নের বাইরে রাখা হয়েছে। এমনকি মেয়র মহোদয়ের সাক্ষাৎ করতে গেলে সেখানেও সমস্যা রয়েছে। এই অবহেলিত সাংবাদিকরা আরোও বলেন, মেয়র মহোদয়ের আচরনে স্পষ্ট বোঝা যায় রাজশাহীতে যেন আর কোন সাংবাদিক তৈরী না হয়। যারা আছে তারাই একমাত্র সাংবাদিক আর তারাই থাকবে। যদি এটাই হয়, তাহলে কি অনিয়ম বা ভুল গুলো তুলে ধরলে তিনি কোন পদক্ষেপ নিবেন না? তবে মেয়র মহোদয়ের অবগতির জন্য আরও বলেন, আজ যারা মেয়র মহোদয়ের পাশে থেকে ছাতা ধরছেন এবং পরামর্শ দিচ্ছেন তারা বিপদের গন্ধ ছড়ালে কিন্তু তাদের কে পাশে পাওয়া যাবেনা। তাদের বিগত দিনের রেকর্ড এটাই বাজে।

 

এই গুঞ্জনের কথা শুনে রাজনৈতিক মহল ও সুশীল সমাজের অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। তারা বলেন মেয়রের এমন দৃষ্টি মোটেও কাম্য নয়। মেয়র সকলের আভিভাবক। মেয়রকে সকলের সুখ-দুঃখ দেখতে হবে। বিশেষ করে এই দুর্দিনে। আর সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। উন্নত জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। দেশের প্রতিটি লগ্নে সাংবাদিকের দৃষ্টান্ত রয়েছে। তাই কাউকে ছোট করে দেখা ঠিক নয়। তবে মেয়র যেটা করেছে এর জন্য আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button