রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে-জরিমানা
মতিউর রহমান চন্দ্রিমা থানা প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে দোকান মালিক সহ ঠিকাদার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান গুলো আইন অমান্য করায় ৫০০ থেকে ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
সোমবার (২২ মার্চ) সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের পদ্মা আবাসিক হজর মোড় থেকে তালাইমারী পর্যন্ত সরকারী আইন অমান্য করে রাস্তার উপর বিভিন্ন মালামাল রাখা সহ দোকান এর লাইসেন্স নবায়ন না করায় এ জরিমানা আদায় করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ অভিযানে ভদ্রার মোড়ে সাত্তার জেনারেল স্টোরের গ্যাস সিলিন্ডার রাস্তার পাশে রাখার জন্য পাঁচ হাজার জরিমানা, জামাল স্টোরের মালামাল বাইরে রাখার অপরাধে পাঁচ হাজার জরিমানা,রাস্তার পাশে ফলের দোকান দেয়ায় ফরমান আলির পাঁচ শত টাকা জরিমানা,পদ্মা আবাসিকে পেনারুমা অ্যাপার্টমেন্টের ইট সিমেন্ট রাস্তার পাশে রাখার অপরাধে পঞ্চাশ হাজার জরিমানা,এছাড়াও পদ্মা আবাসিক এক নম্বার রোডে আরো দুইটা অ্যাপার্টমেন্টের ইট বালু রাস্তায় রাখার অপরাধে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় মালিক না থাকায় অ্যাপার্টমেন্টের ম্যানেজারকে আটক করা হয় পরে মালিক আসলে জরিমানা নিয়ে তাদের ছেড়ে দেয়। এদের মধ্যে যাদের দোকান এর লাইসেন্স নবায়ন করা ছিল না তাদের ও ৫০০টাকা করে জরিমানা করেন এবং যাদের মুখে মাক্স নাই তাদের মাক্স পড়ার জন্য বলেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।





