রাজশাহীতে ৩কোটি টাকার হেরোইনসহ আটক মাদক কারবারী
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩কোটি টাকার হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর গোদাগাড়ীর চর ভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩কেজি হেরোইন উদ্ধার হয়েছে।
এ ব্যাপারে র্যাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামের মাদক কারবারী আব্দুর রহিম (৪৫) ও রাসেল (২৫) নিজ বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছে।
এমন সংবাদে পেয়ে র্যাব রহিমের বাড়ি ঘেরাও করে।ঐ সময় বাড়ির ভেতর থেকে পালানোর চেষ্টাকালে ১ জনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারী আব্দুর রহিমের (৪৫) বাড়ি থেকে মাটির নিচে ২ ফিট গভীরে অভিনব কায়দায় রাখা হেরোইন উদ্ধার হয়।
পরে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ও জানান তিনি।





