গোদাগাড়ীরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে ২ কোটি ৬০ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল ২৪ সেপ্টেম্বর রাত ১১.৫৫ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রাম এলাকায় অপারেশন পরিচালনা করে হেরোইন-২.৬ কেজি,দেশী মদ-১৫ লিটার, মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি উদ্ধারসহ আসামী ১। মোছাঃ আরজান বেগম (৬৪), স্বামী-সৈইবুর রহমান (মৃত স্বামী-খোকন), ২। মোঃ মাহাবুর (৩৯),
পিতাঃ মৃত খোকন, উভয় সাং-মাদারপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী হতে গ্রেফতার করেন।

ঘটনার বিবরণ সুত্রে জানা গেছে,দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকায় পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে রাজশাহী হতে রাজধানীসহ দেশের সকল প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল।

এদিকে মাদকের সন্ধানে র‌্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি সার্বক্ষণিকভাবে পরিচালনা করে
আসছে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে চক্রটির সন্ধান পাওয়ার পর
গোয়েন্দা দল তাদের নজরদারি করতে থাকে।

অতঃপর ২৪ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যমতে জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রামের ধৃত ১নং আসামী মোছাঃ আরজান (৬৪), স্বামী-সৈইবুর রহমান এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয় হচ্ছে।

বিষয়টি জানা মাত্রই একই তারিখ আসামী মোছাঃ আরজান (৬৪),এর বসতবাড়ীতে যাওয়ার পর বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ৩ জন ব্যক্তি ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে ২ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে।এসময় অপর ১জন ব্যাক্তি পিছনের দরজা খুলিয়া পালাইয়া যায়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীদ্বয় হেরোইন মজুদের কথা স্বীকার করে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আসামীদ্বয়ের একতলা ছাদ বিশিষ্ট পাঁকা বসত বাড়ীর ভিতরে উত্তর দূয়ারী পূর্ব রুমে (ধৃত ০১নং আসামীর শয়ন কক্ষ) থাকা ড্রেসিং টেবিল এর ড্রয়ারের ভিতরেঅভিনব কায়দায় লুকায়ে ০১টি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত ২৬টি নামীয় চায়ের প্যাকেটের ভিতরে প্যাকেটজাত অবস্থায় ০২ কেজি ৬০০ গ্রাম হেরোইন এবং উক্ত ড্রেসিং টেবিলের পিছনে লুকিয়ে রাখা ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

উক্ত হেরোইন চায়ের প্যাকেটে চায়ের পরিবর্তে হেরোইন প্যাকেটজাত করে অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীর নিকটে বিক্রয় করে।

আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার
প্রক্রিয়া চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button