রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান তেল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১জন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পাম্পের ২০০ গজ পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ থেকে পেঁয়াজ বোঝাই ১টি ট্রাক ঢাকা যাওয়ার পথে ১টি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই ১জন মারা যায়। আরো ১জন গুরুতর আহত হয়, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম দুরুল হুদা (৪৫)। তার পিতার নাম মাহাতাব উদ্দিন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছে রফিকুল(৩০)।
ঘটনাস্থল কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পরিদর্শন করেছেন বলে জানা যায় ।





