রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে র‌্যাব-৫ কর্তৃক ৬ মাদক সেবনকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

১৭ আগস্ট বেলা ২.৪৫ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পি.এন. সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে ১০ গ্রাম গাঁজা, ৬ টি মোবাইল, ১০ টি সীমকার্ড, ১ টি কলকি ও ৪ টি গ্যাস লাইটসহ মোট ৬ জন কে গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন যথাক্রমে (১) মোঃ রানা আলী ২৩, পিতা-মৃত আহাদ আলী, গ্রাম-ধনঞ্জয় পাড়া (২) মোঃ তানজিরুল আলম তানিম ২০, পিতা-মৃত পারভেজ হোসেন, গ্রাম-কৃষ্ণপুর (৩) মোঃ নাদিম মুন্না ১৯, পিতা-আব্দুর রহমান, গ্রাম-পুঠিয়া (রাজবাড়ীর পার্শ্বে), থানা-পুঠিয়া (৪) মোঃ সেন্টু ৩০, পিতা-ফরমান আলী, গ্রাম-বরকতপুর (শাহাজিপাড়া) (৫) মোঃ রাশেদুল সরকার ২৯, পিতা-মুজিবর সরকার, গ্রাম-কালোহাটি, থানা-চারঘাট, জেলা-রাজশাহী (৬) মোঃ ফরিদ আলী ৩০, পিতা-মৃত মুজিবর রহমান, গ্রাম-গোসাইপুর (৭) সালেকিন আহমেদ ২৩, পিতা-এস.এম. রবিউল আলম, গ্রাম-আব্দুলপুর, থানা-লালপুর, জেলা-নাটোর এবং (৮) মোঃ শুভ ১৯, পিতা-সুমন আলী, গ্রাম-মৌগাছি, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ।

ঘটনার বিবরণীতে যানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের মুক্ত মঞ্চে কতিপয় ব্যক্তি আসর বসিয়ে মাদকদ্রব্য গাঁজা সেবন করছিল। উক্ত সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সঙ্গীয় অফিসার ফোর্সসহ একই তারিখ ২.৪৫ মিনিটে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসর হতে পালানোর চেষ্টাকালে তাদেরকে ঘটনাস্থালেই ধরা হয়।

আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ২১/৩৬(৫) ধারার মামলা রুজু করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button