সংবাদ সারাদেশ

সরকার অনুমোদিত হাসপাতাল ছাড়া করোনা টেস্ট না করার পরামর্শ

সংবাদ চলমান ডেস্কঃ

সরকার অনুমোদিত হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ছাড়া কোভিড-১৯ টেস্ট বা চিকিৎসা না নেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

২০ জুলাই সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সরকারের অনুমোদন, উপযুক্ত কিটস, যন্ত্রপাতি এবং দক্ষ জনবল ছাড়াই কোভিড-১৯ শনাক্তকরণ ও চিকিৎসায প্রতারণা করছে বলে শোনা যাচ্ছে। মানুষ এসব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে এবং জীবনকে হুমকির মুখে ফেলছে।

এমতাবস্থায় জনসাধারণকে কেবল মাত্র সরকারি হাসপাতাল ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার থেকে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেউ প্রতারণা করছে জানতে পারলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button