সংবাদ সারাদেশসারাদেশ

কালিগঞ্জে শিক্ষকের আঘাতে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষকের থাপ্পড়ে এক স্কুল ছাত্র মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। এ ঘটনায় ৫ শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর মধ্যে স্কুল প্রাঙ্গণ থেকে ৪জন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃত শিক্ষকদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মৃত স্কুল ছাত্রের বাবা দিনু চন্দ্র বাদী হয়ে ৫ শিক্ষকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার কৃত শিক্ষকরা হলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম পাড়, সহকারী প্রধান শিক্ষক মুহিদ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অবকাশ খাঁ, অপর শিক্ষক হলেন শীতার্থ। এ ঘটনায় পলাতক রয়েছেন শিক্ষক মনিরুল ইসলাম।

কালিগঞ্জ থানার (ওসি) মামুন রহমান বলেন, গ্রেপ্তার কৃত শিক্ষকদের মধ্যে ১জন স্বীকারোক্তি দিয়েছেন মৃত ঐ শিক্ষার্থীকে তিনি কয়েকটা চড় থাপ্পড় মেরে ছিলেন, তবে কোনো প্রকার লাঠিচার্জ করেননি। নিহতের বাবা বাদী হয়ে সোমবার সকালে ৫ জন শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে ১জন শিক্ষক পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তার করার অভিযান চলছে। এবং গ্রেপ্তার কৃত ৪ শিক্ষককে জেল হাজতে পাঠানো হবে।

এর আগে গতকাল রোববার রাতে (ওসি) মামুন রহমান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ও অফিস কক্ষের জিনিস পত্র ভাঙচুর করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহত স্কুল ছাত্রের মরদেহ ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় প্রধান শিক্ষক সহ ৪জন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের চড় থাপ্পড়ের আঘাতে প্রতাপ চন্দ্র দাশ নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা মৃত ছাত্রের মরদেহ স্কুলে প্রাঙ্গনে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় স্কুলের অফিস কক্ষ সহ বিদ্যালয়ের বিভিন্ন আসবাব পত্র ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষকদের অফিস কক্ষে অবরুদ্ধ করে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি জানায় নিহতের সহ পাঠীরা। এ সময় শিক্ষকদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা।

সোমবার বিকালে শিক্ষার্থীরা জানায়, সহ পাঠীর জন্মদিন উপলক্ষ্যে স্কুলের ছাদে কেক কাটে প্রতাপ চন্দ্র দাশ সহ তারা কয়েক জন শিক্ষার্থী। কেক কাটার পরে শিক্ষার্থীরা টিকটক ভিডিও তৈরি করছিল। বিষয়টি নজরে পড়ে সহকারী শিক্ষক অবকাশ খাঁর। শিক্ষক সেখানে গিয়ে শিক্ষার্থীদের নিষেধ করার এক পর্য়ায়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে যান। এ সময় শিক্ষক শিক্ষার্থীদের চড় কিল ঘুষি মারেন।

এর পরপরই বাড়ি চলে যায় প্রতাপ সহ তার বন্ধুরা। বাড়িতে গিয়ে বমি শুরু হয় প্রতাপের। এ সময় পরিবারের সদস্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার এমন মর্মান্তিক মৃত্যু হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button