রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকার খোরশেদের মোড়ে দুই পক্ষের সংঘর্ষ সা‌ব্বির আহ‌ম্মেদ (২২) না‌মে এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার (২৭ জুলাই) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সা‌ব্বির ছোট বনগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে মাদকসংক্রান্ত বিরোধের জেরে নগরীর খোরশেদের মোড়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ, এরপর একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় সাব্বির নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, তাৎক্ষণিক র‍্যাব পুলিশের টহল জোরদার করা হয়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, আমার জানামতে মাদকের কোনো বিষয় নয়। অল্প কিছু পাওনা টাকা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়।

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় রাতেই নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই মামলায় এখন পর্যন্ত মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। আর নিহত যুবকের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ  থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য গত বছরের ২ ফেব্রুয়ারী বড়ই পারাকে কেন্দ্র করে ছোটবন গ্রাম স্কুল পাড়ার মৃত শমশের আলীর ছেলে কাজেম আলী বিদ্যুৎ নিহত হন। বছর ব্যবধানে একই এলাকায় আবারো যুবক নিহতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button