বাগমারারাজশাহী সংবাদ

হামিরকুৎসা ইউনিয়নে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে- কে হচ্ছেন ইউনিয়ন পিতা

বাগমারা প্রতিনিধিঃ

আগামি ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ। উপজেলার পুর্ব দিকের শেষের ইউনিয়ন যেটিকে বলা হয় হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ।

এই ইউনিয়নে এবার মনোনয়ন শুরু থেকেই দেখা দিয়েছে নানা জটিলতা। এই ইউনিয়নে প্রথমে নৌকার মনোনয়ন পান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন। আবার কয়েক ঘন্টার মধ্যেই সেটি পরিবর্তন করে সানোয়ারা বেগম  কে দেওয়া হয়। স্থানিয়দের অনেকেই আনোয়ার হোসেন কে চেয়ারম্যান করতে বদ্ধ পরিকর হয়েছেন।

অপর দিকে সাবেক চেয়ারম্যানের পরিবারের লোক বেলাল উদ্দীন শাহ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী প্রচারণা। ভোটারদের এক অংশ ছুটছেন তাকে জয়ী করতে। অনেকেই বলছেন তার পরিবারের অবদান রয়েছে এই ইউনিয়নে।

তবে শিক্ষকের ছেলে সাংবাদিক রাসেদুল হক  ফিরোজ নিজের যোগ্যতায় এই ইউনিয়নে গড়েতুলেছেন জনপ্রিয়তা তিনিও জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

তিনি বলেন আমি ভোটারদের নিকট যে পরিমাণ আস্বাস পাচ্ছি তাতে আমি যথেষ্ঠ খুঁশি। সানোয়ারা বেগম নৌকা প্রতিক নিয়ে বাবা মুক্তিযোদ্ধা পরিচয়ে ছুটছেন ভোটারদের দারে।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button