রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে করোনার দুই মাস পরে একদিনে সর্বনিম্ন মৃত্যু ৯

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই মাস পরে একদিনে সর্বনিম্ন ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১২ জুন করোনা ইউনিটে মৃত্যু হয়েছিলো সর্বনিম্ন ৪ জনের। এরপর দীর্ঘ ২ মাস পর গত ২৪ ঘন্টায় মৃত্যু হলো ৯ জনের।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গে ৩ জন এবং নেগেটিভ ১ জন মারা গেছেন। মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর ১ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নওগাঁর ১ জন, মেহেরপুরের ১ জন ও কুষ্টিয়ার ১ জন আছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩ টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৪২ জন। করোনা ও উপসর্গ নিয়ে ছুটি হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button