রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে এবার জরিমানা গুনলেন মুরগি ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদকঃ

মুরগির দাম ২২ টাকা বেশি রাখায় রাজশাহীর এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার শুনানি শেষে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি বলেন, বর্তমানে দেশি মুরগির দাম প্রতি কেজি ৪৮০ টাকা। সবার মূল্য তালিকায়ও লেখা রয়েছে ৪৮০ টাকা। কিন্তু ৫০০ টাকা দরে মুরগি বিক্রি করছিলেন দোকানের মালিক শফি আলম। তিনি ভোক্তা রঞ্জু আহমেদের কাছে এক কেজি ৩৫০ গ্রাম মুরগির দাম ২২ টাকা বেশি রাখেন। এ কারণে ওই মুরগি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ কর্মকর্তা আরো বলেন, শুনানি শেষে এ জরিমানা করা হয়েছে। যেহেতু রঞ্জু আহমেদ ভোক্তা হিসেবে লিখিত অভিযোগ করেছিলেন সেজন্য তিনি ১০ হাজার টাকার ২৫ শতাংশ জরিমানার কমিশন হিসেবে আড়াই হাজার টাকা পেয়েছেন। সকালে তাকে কমিশনের অর্থ হস্তান্তর করা হয়েছে। বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। ক্রেতা রঞ্জু আহমেদ পেশায় পুলিশ সদস্য। তিনি রাজশাহী পুলিশ লাইনে কর্মরত আছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button