রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে  অত্যাচারিদের নিকট থেকে রক্ষা পেতে কলেজ শিক্ষিকার সংবাদ সম্মেলন

 প্রথমে নির্যাতন পরে নানা পন্থায় অত্যাচার। এমন নানা অভিযোগ নিয়ে  সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার জামনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লুৎফন নেছা খাতুন। ভুক্তভোগী কলেজ শিক্ষিকা।

আজ শনিবার রাজশাহী মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষিকা লুৎফন নেছা বলেন ২০১৭ সালে   প্রতিবেশী কুসুম মন্ডল তাকে নানা ভাবে কু প্রস্তাব দেয়। এই ঘটনায় তিনি নারী শিশু আইনের ১০ ধারায় একটি মামলাও দায়ের করেন। বিবাদী উচ্চ আদালত থেকে জামিনে এসে আরো ভয়ংকর ভাবে অত্যাচারের গতি বাড়াতে থাকেন।শুরু করেন সেই কলেজ শিক্ষিকাকে বাড়ি  নির্মানে বাধা।

বিভিন্ন অযুহাত তুলে আদালতে মামলা করেন শিক্ষিকার নব নির্মিত বাড়ি প্রবেশের রাস্তা নিজের দাবি করে। বসত বাড়িতে পানি দিয়ে অত্যাচার প্রাণ নাশের হুমকি সহ নানা অভিযোগ তুলেন  কুসুম মন্ডল গংয়ের বিরুদ্ধে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন একজন মামলা পরিচালনা করেন অপর জন অত্যাচার করেন সবই যেন তাদের সাজানো ঘটনা। তাদের অত্যাচারের এমন ঘটনা বিভিন্ন জায়গায় জানিয়েও কোন সুরহা হয়নি এই ঘটনার।

স্বামী সন্তান বাহিরে থাকার কারণে প্রভাবশালী মহলের এমন অত্যাচারে অসহ্য হয়ে মানবেতর জীবনে পরিনত হয়েছে কলেজ শিক্ষিকার দৈনদিন জীবন। সংবাদ সম্মেলন থেকে সরকারের উচ্চ মহলের সহায়তা কামনা করেন তিনি। তিনি দাবি করেন নিজের বৈধ জায়গায় বসবাস করতে গিয়ে যদি  ভুমি দস্যুদের দারা এমন হয়রানির শিকার হতে হয় তাহলে আইনের প্রতি শ্রদ্ধা লাঘব পাবে সাধারণ মানুষের। লোন করে বাড়ি নির্মান করে এখন লোনের টাকা দিতে হিম সিম খেতে হয়। নব নির্মিত বাড়িতে ভাড়া না থাকায় বিপাকে পড়তে হয় প্রতিনিয়ত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button