মোহনপুররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

মোহনপুরে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে, আটক ৩

মোঃ আনছার তালুকদার স্বাধীনঃ

রাজশাহীর মোহনপুরে এক গৃহবধূকে যৌন হয়রানি ও উত্ত্যক্তের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২২ই জুন) সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে মোহনপুর থানায় মামলা দায়ের করলে রাতে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলঃ উপজেলার ধুরইল তালেবপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৪), আব্দুস সালামের ছেলে শিমুল (২২) ও আব্দুল হামিদের ছেলে কালাম (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ধুরইল তালেবপাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে একই গ্রামের প্রতিবেশী জিয়ারুল ইসলাম রাস্তা-ঘাটে উত্ত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২১ জুন বেলা ২টার সময় গৃহবধূ গোসলখানায় গোসল করতে গেলে ওই সময় আসামি শিমুল ও কালামের সহযোগিতার মূলহোতা জিয়ারুল ইসলাম প্রথমে কু-প্রস্তাব দেয়।

গৃহবধূ কু-প্রস্তাবে রাজি না হলে তাকে যৌন হয়রানিসহ উত্ত্যক্ত করতে থাকে। ওই সময় গৃহবধূর ডাক-চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button