রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদস্লাইডার

বৈশাখের ঠান্ডা আবহাওয়া – সাংবাদিক আর ভাইরাস।

সামিরা ইসলামঃ

এমন দিনে এমন আবহাওয়া মানে যেখানে বৈশাখের গরমে রাজশাহীর মানুষের ঘাবরে উঠার কথা সেখানে এই মাসে মানুষ চিন্তিত হয়ে পড়েছে মহামারি করোনার কারনে।
বিশেষজ্ঞরা বলছেন এই মরনঘাতি করোনা ঠান্ডা অবহাওয়াতে প্রান ফিরে পায়।আর তাড়া তাড়ি চলতেও পারে অদৃশ্য ভাবে। তবে রহমতের মাস রমজান হিসেবে রোজাদারদের মনে অনেকটাই শান্তি ফিরে এসেছে এমন আবহাওয়ার কারনে। তার পর ঠান্ডা আবহাওয়ার সাথে বেলা ১১টা থেকে শুরু হয়েছে রাজশাহীতে গুড়ি গুড়ি বৃস্টি এ যেন প্রকৃতির নিলা।
এমন দিনে রাজশাহী বাসীর কানে ভেসে আসছে এই জেলাতেই করোনা কেড়ে নিল বৃদ্ধের প্রান। অপর দিকে নগরীর মেহের চন্ডিতে আরেকটি মৃতের লাশ দাফন হওয়ার খবর। প্রায় দুইশো সংবাদ কর্মীর শহর রাজশাহী, আজ তাদের খুব বেশী হলে ৩০- ৩৫ জন মাঠে সংবাদ সংগ্রহ করছে, বাকিরা কেউ লক ডাইন পালন সহ, নিজেকে সুরক্ষিত করতে চাইছে।
আসলে সকলেই চায় নিজেকে সুরক্ষিত করতে বাস্তবে অনেকের ক্ষেত্রেই তা হয়ে উঠেনা। কারন সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, আর বিবেক যদি কাজ না করে তাহলে সমস্ত কিছুর মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। দুই এক জন বিতর্কিত ব্যক্তির কারনে আমরা নিজেদেরকে অবশ্যই ছোট করব না।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button