সংবাদ সারাদেশ

সরিষাবাড়ীতে  বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ৭ লক্ষ টাকা জরিমানা 

মোঃ আব্দুল আজিজ, সরিষাবাড়ীঃ

জামালপুর জেলার সরিষাবাড়ীতে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল সকাল হতে দিনব্যাপী উপজেলার পোগলদিঘা, আওনা ও পিংনা ইউনিয়নের যমুনা নদীতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা। অভিযান কালে নদীতে বাল্কহেড নৌকা ও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৭ লক্ষ টাকা জরিমানা সহ  কুমারপাড়া মৌজায় ৪টি বাংলা ড্রেজার ধ্বংস করে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, পিংনা ইউপি চেয়ারম্যান ডঃ নজরুল ইসলাম ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি’র আস্থাশীল ব্যক্তি ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ নদী তীরবর্তী উপস্থিত এলাকাবাসী। 

মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন,অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button