রাজশাহীরাজশাহী সংবাদ

ঈদের দিন ভারি বৃষ্টির সম্ভাবনা নেই রাজশাহীতে

স্টাফ রিপোর্টারঃ

ঈদের দিন রাজশাহীর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিসের কর্তৃপক্ষ।

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আগামী তিন দিন  ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত রাজশাহীতে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। প্রকৃতিগত কারণে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি হলেও তা হবে হালকা ও বিক্ষিপ্ত স্থানে। সামান্য সময়ের মধ্যেই তা থেমে যাবে। তবে কোথাও বিরামহীন বৃষ্টির সম্ভাবনা নেই।

কারণ হিসেবে তিনি জানান গত ২৯ জুলাই রাজশাহী অঞ্চলে ভারি বৃষ্টি হয়েগেছে। এ কারণে রাজশাহীর আকাশ এখন অনেকটাই পরিস্কার। কোথাও ভারি মেঘ জমে নেই। এমন অবস্থায় আকাশে ভারি মেঘ জমতে কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button