মেয়র আক্কাছের ফাঁসির দাবিতে জনতার বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর বাঘা পৌর মেয়র আক্কাছ আলী এবং ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম(মেরাজ)সহ বাবুল হত্যা মামলার সাথে সম্পৃক্তদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবকলীগ।
আজ রবিবার (৭ জুলাই) বিকেলে দলীয় কার্যালয় থেকে উপজেলার প্রধান-প্রধান সড়কে বিক্ষোভ শেষে তারা সমাবেশে মিলিত হন।
বিকেল ৫ টায় দলীয় কার্যালয় থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাঘা উপজেলা শাখার সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক ফকরুল হাসান বিপ্লবের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে মিলিত হয়। এই মিছিলের সামনে একটি ব্যানারের পাশাপাশি অসংখ্য বিলবোর্ড লক্ষ করা যায়। সেই বিলবোর্ডে নিহত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের রক্তাক্ত ছবি এবং তার নিচে এ হত্যা মামলার প্রধান ও দ্বিতীয় আসামী যথাক্রমে- বাঘা পৌর মেয়র ও আ’লীগ নেতা আক্কাছ আলী এবং ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম(মেরাজ) এর ক্রসচিহৃ বিশিষ্ট ছবি দেখা যায়। এ মিছিলের স্লোগান ছিল ফাঁসি- চাই ফাঁসি চাই, আক্কাছ-মেরাজের ফাঁসি চাই।
এদিকে বিক্ষোভ শেষে তারা দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশে মিলিত হন। সমাবেশে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ বক্তব্য রাখেন নিহত বাবুলের ছেলে আশিক জাবেদ সহ ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- সাধারণ সম্পাদক এবং নিহত আশরাফুল ইসলাম বাবুলের বোন জামাতা সাবেক বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা ও বাজুবাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ সহ আরো অনেকে। সমাবেশ বক্তারা বাবুল হত্যা মামলার প্রধান ও দ্বিতীয় আসামীর ফাঁসি সহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ট ও ন্যায় বিচারের দাবি জানান।
এ বিষয়ে মামলার তদন্ত অফিসার ও বাঘা থানার তদন্ত ওসি সোয়েব খান বলেন, বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তার রিমান্ড শুনানির দিন ধার্য হয়নি।
এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বাবুল হত্যা মামলায় প্রধান আসামি আক্কাছ আলী সহ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গ্রেফতারকৃতরা হলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম, মজনু হোসেন, টুটুল হোসেন, আব্দুর রহমান মহুরি ও স্বপন হোসেন, মারুফ হোসেন, তরঙ্গ আলী, শাজামাল লিটন, নাসির উদ্দিন, মতিউর রহমান, গোলাম মোস্তফা, শফিউর রহমান শফি, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য গত ২২ জুন সকালে বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর অনিয়ম , দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করছিল উপজেলা আওয়ামী। এ সময় মানববন্ধনে হামলা চালান পৌর মেয়র আক্কাস আলী ও তার অনুসারীরা। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক তাকে রামেক হাসপাতালে আইসিইউতে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন রাতে মারা যান তিনি। পরে এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।





