আন্তর্জাতিক

ভারতে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ সেনা নিহত

ভারতের লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে ট্যাংক দুর্ঘটনায় ভারতীয় ৫ সেনা সদস্য মারা গেছেন।  

সংবাদমাধ্যম ‘ইটিভি ভারত’ এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছেন, শনিবার (২৯ জুন) রাত ৩টায় এ ঘটনা ঘটে। ঐ সময় একটি, টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত ৫ সেনার মরদহে উদ্ধার করা হয়েছে।

ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি ।

লাদাখের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা, যিনি লেহতে কর্মরত আছেন, তিনি ইটিভি ভারতকে বলেছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানকার সেনা চৌকিটি লেহ থেখ ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আসলে কী ঘটনা ঘটেছে, সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button