বাগমারারাজশাহী সংবাদ

রাজশাহীর বাগমারায় মানব বন্ধন

খোরশেদ আলম বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোবিন্দ পাড়া ইউনিয়নের রমজান পাড়ার কানোসের বিলে মাছ চাষ নিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকা বাসীরা।

সোমবার সকাল সাড়ে ১০ টার সময় গোবিন্দ পাড়া ইউনিয়নের রমজান পাড়ার কানোসের বিলের কদম তলার (মোড়ে) নরদাশ – গোবিন্দ পাড়া রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ২ শতাধিক নারী-পুরুষ ও স্থানীয় লোক জন অংশ গ্রহণ করেন।  

মানববন্ধনে এনামুল হক, আকরাম আলী, শ্রী গনেশ চন্দ আরশাফ আলী, শিল্পী রানী নাদিরা সহ অনেকেই বলেন, গোবিন্দ পাড়া ইউনিয়নের রমজান পাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আহম্মদ আলী বাদী হয়ে। জেলা রাজশাহী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী – ২ আদালতে মামলা দায়ের করেন। মামলা নাং – ২৫সি / ২০২৩ ইং বাগমারা।  

আবু তাহের, তালেব আলী আরশাফ আলী খলিলুর রহমান দুলাল হোসেন মুস্তাফিজুর রহমান রিয়াদ আঃ রশিদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে, আহম্মদ আলীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন মানববন্ধন কারীরা।  

অভিযুক্ত আহম্মদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো মিথ্যা।

এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনর্চাজ ওসি আমিনুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button