পুঠিয়ায় ফেন্সিডিল সহ দুই জন ধরা
পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া গ্রাম থেকে ৬০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বুধবার ১ মে দুপুরে এ অভিযান চালায় জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের নাম মো: কালাম (৪২) এবং হাসিবুল হাসান শান্ত (২৪)। কালাম চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের জালাল মন্ডলের ছেলে এবং হাসিবুল হাসান শান্ত একই থানার চক মোক্তারপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি দল দুপুরে পুঠিয়া থানাধীন বানেশ্ব বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক নাদিম বাবু এর আম বাগানের দক্ষিণ পাশে ইট বিছানো হেয়ারিং রাস্তার ওপর দুই জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি পুলিশের ঐ দল অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কালাম ও শান্তকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৫ বোতল ফেন্সিডিল এবং ২ নাম্বর আসামী হাসিবুল হাসান শান্তর দেহ তল্লাশি করলে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এবং ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য ২০১৮ নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু হয়েছে বলেও জানায় পুলিশ।





