রাজশাহী সংবাদ

এন্ড্রু কিশোরের মেয়ে দেশে ফিরলেই ১৫ জুলাই শেষকৃত্য

সংবাদ চলমান ডেস্কঃ

বাংলাদেশ চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট হিসাবে খ্যাত দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা অনুযায়ি রাজশাহীতে সমাহিত করা হবে তার শেষকৃত্য। অস্ট্রেলিয়ায় অবস্থানরত তার দুই সন্তান নির্ধারিত সময়ে দেশে ফিরে এলে আগামি ১৫ জুলাই শিল্পীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এন্ড্রু কিশোরের ভগ্নিপতি ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস এ তথ্য দিয়ে বলেন, ‘অস্ট্রেলিয়ায় অবস্থানরত তার দুই সন্তান দেশে ফেরার জন্য একসাথে বিমানের টিকিট পায়নি। ছেলে সপ্তকের এমিরাত এয়ালাইন্সের ফ্লাইটে ৮ জুলাই রাত দেড়টায় ঢাকায় পৌঁছেছে । আর মেয়ে ফিরবে ১৩ জুলাই রাতে। সে ১৪ জুলাই রাজশাহীতে পৌঁছাবে।অন্যান্য আত্মীয়-স্বজনরাও ১৪ জুলাই রাজশাহীতে আসবে।’

ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস আরো বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে  মেয়ে রাজশাহীতে ফিরলে ১৫ জুলাই সকাল ৯টায় এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী সিটি চার্চে নেয়া হবে। সেখানে বিশপ, চার্চের ফাদার এবং পরিবারের সদস্যরা ধর্মীয় আচার শেষে শিল্পীকে বিদায় জানাবে। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে দুপুর দুইটা পর্যন্ত এন্ড্রু কিশোরের মরদেহ তার ইচ্ছা অনুযায়ি রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে তাঁর শিক্ষক, শিক্ষার্থী, বন্ধু বান্ধব ও আশপাশের মানুষ তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবে।’

এরপর শিল্পীর মরদেহ নেয়া হবে রাজশাহী কলেজ প্রাঙ্গনে। সেখানেও ভক্ত-অনুরাগীদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হবে। শ্রদ্ধা জানানো শেষে বেলা সাড়ে তিনটার পর এন্ড্রু কিশোরকে সমাধিস্থলে নেয়া হবে’।

ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বলেন, ‘ওই সমাধিস্থলে বিখ্যাত অনেকের সমাধি রয়েছে।রয়েছে এন্ড্রু কিশোরের বাবা-মা এবং পরিবারের আরো অনেকের সমাধি। তবে তাদের সমাধির ঠিক পাশে এন্ড্রু কিশোরকে সমাধিস্থ করা হবে, এমন নয়। তার পছন্দের একটি জায়গা তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমাদের। সেই পছন্দের জায়গাতে তাঁকে অনন্তকালের জন্য সমাহিত করা হবে।’

গত সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

পরে রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে শিল্পীর নিথর দেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। প্রিয় শিল্পীকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহী সহ সারা বাংলাদেশের মানুষের।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button