জেলা ও মহানগর নেতা কর্মীদের নিয়ে নববর্ষ পালন করলেন বিএনপি নেতা আব্দুস সাত্তার
বিশেষ প্রতিনিধিঃ
বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের সাথে নববর্ষ উদযাপন করেছেন রাজশাহী (৫) আসনের বিএনপির সম্ভব্য সংসদ প্রর্থী আব্দুস সাত্তার। বাংলা বরনের প্রথম দিনটি তিনি রাজশাহী মহানগর বিএনপির নেতা কর্মীদের সাথে আনন্দ র্যালী সহ অনান্য কর্মসূচি গুলো ব্যস্ততার মাঝে উদযাপন করেন।
ঐ দিন নিজের নির্বাচনী এলাকায় আবারো বিএনপির নেতা কর্মীদের সাথে দুটি বর্ষ বরনে অংশ গ্রহন করেন। এ সময় বিএনপির নেতা কর্মীরা তাদের প্রিয় নেতা আব্দুস সাত্তার কে কাছে পেয়ে তারা আনন্দে উৎফুল্লিত হয়ে পড়েন।
রাজশাহীর পুঠিয়া দুর্গাপুরের সাধারণ মানুষের দাবি যখন নেতা শুন্য এলাকা ঠিক তখন আমরা বিএনপির নেতা আব্দস সাত্তারকে আমাদের পাশে পেয়েছি। তিনি নির্বাচিত সংসদ না হয়েও সকল শ্রেনির মানুষের মাঝে সহায়তা প্রদান করছেন।মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থেকে এসে কেউ ফিরেনি শুন্য হাতে তার নিকট থেকে।
সকলের পাশে থেকে পুঠিয়া দুর্গাপুর কে পরিবর্তন করতে নির্লস কাজ করছেন আব্দুস সাত্তার। আব্দুস সাত্তারের নিকটতম একটি সুত্র বলছেন বিএনপির ভবিষ্যত কান্ডারী তারেক রহমানের আদর্শ নিয়ে কাজ করছেন আব্দুস সাত্তার।
রাজশাহী জেলা বিএনপির সদস্য দুর্গাপুর পৌরসভার প্রতিষ্ঠাতা দুই বারের মেয়র সাইদুর রহমান মুন্টু জানান অবহেলিত দুর্গাপুর পুঠিয়া( ৫) আসনে বিএনপির কান্ডারী হতে চেয়ে অনেকেই এসেছেন আবার ফিরেও গিয়েছেন। তিনি বলেন আগামী নির্বাচন ঘিরে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে সব থেকে দানশীল ব্যক্তি আব্দস সাত্তার। তিনি যে ভাবে বিএনপির নেতা কর্নীদের পাশে থাকছেন সেটি সত্যিই প্রশংসনীয়।
পুঠিয়া উপজেলা বিএনপির একজন পদধারী নেতা মুখোমুখি হন সংবাদ চলমানের। তিনি বলেন এখন তো নেতাদের হটাৎ চেনা মুশকিল। তবে বিএনপি নেতা আব্দুস সাত্তার যে ভাবে উপজেলা দুটিকে গুছিয়ে নিচ্ছেন তাতে তার জন্য এই (৫) আসনটি হয়া দরকার। তিনি আরো বলেন কিছু নেতার নামে এখনি লেনদেনের একাধিক অভিযোগ। কিন্তু আব্দস সাত্তারের নামের আগে পরে এসব কিছু নেই। এমন দানশীল ব্যক্তি এই আসনের অভিভাবক হয়া দরকার।রাজশাহী জেলা গোয়েন্দা তথ্যের একটি সুত্র বলছে আব্দস সাত্তার ক্লিন ইমেজের এমন তথ্য তাদের নিকট পুর্বে থেকেই রয়েছে।
তিনি আরো বলেন আসনটিতে যারা বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের থেকে আব্দস সাত্তার এগিয়ে রয়েছেন।




