লালনসঙ্গীতের সাধক ফরিদা পারভীনকে জাতীয় কবিতা পরিষদের শ্রদ্ধা নিবেদন
সংবাদ চলমান ডেক্সঃ
খ্যাতিমান লালনসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় তারা এই মরমী শিল্পীর প্রতি গভীর শোক প্রকাশ করেন।
সভাপতি কবি মোহন রায়হান বলেন, “ফরিদা পারভীনের প্রয়াণে আজ কাঁদছে তার অসংখ্য ভক্ত, কাঁদছে প্রকৃতিও।
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তিনি এক অনন্য অধ্যায় ছিলেন। তার মৃত্যু অপূরণীয় ক্ষতি, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমি সংস্কৃতি মন্ত্রণালয় ও সরকারের কাছে অনুরোধ জানাই—তিনি যে লালন একাডেমি গড়ে তুলেছিলেন, সেটিকে যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া হোক, যাতে নতুন প্রজন্মের শিল্পীরা সেখান থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নিতে পারে।
সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “লালনের গান মানেই ফরিদা পারভীন, আর ফরিদা পারভীন মানেই লালনের গান। তার প্রয়াণে আমরা সবাই গভীরভাবে শোকাহত।”
শ্রদ্ধাজ্ঞাপনকালে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের শৃঙ্খলা সম্পাদক কবি ইউসুফ রেজা, দপ্তর সম্পাদক কবি রোকন জহুর, নির্বাহী সদস্য কবি সবুজ মনির, কবি তাসকিনা ইয়াসমিন ও কবি নাহিদ হাসান।
জাতীয় কবিতা পরিষদ ছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ বেতার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, রেলওয়ে, বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন, নিজেরা করি, অচিন পাখি সঙ্গীত একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফরিদা পারভীনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিজ গ্রাম কুষ্টিয়ায় নেওয়া হয়, যেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।





