দূর্গাপুরপুঠিয়ামুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহী ৫ আসনে সাত্তারেই আস্থা- সাত্তার ঠেকাতে বিতর্কিত ব্যক্তিদের কান্ড

ওমর আলীঃ

সকল জল্পনা কল্পনা শেষে রাজশাহীর পুঠিয়া দুর্গাপুর (৫) আসনের বিএনপির ভোটারদের এক মাত্র আস্থার প্রতিক হয়ে যখন আলোচনায় এসেছেন আলহাজ্ব আব্দুস সাত্তার। ঠিক তখনি বিতর্কিত বিএনপি সহ একদল সুবিধাবাদীরা মাথা চাড়া দিয়ে আলহাজ্ব আব্দুস সাত্তারের বিএনপি ঘোষিত উন্নয়ন ঠেকাতে মরিয়া।

আজ রবিবার দুপুরে কথিত সংবাদ সম্মেলনের নামে আব্দুস সাত্তার সহ দুর্গাপুরের প্রবীন বিএনপির নেতা কর্মীদের জড়িয়ে মানহানিকর মুখরোচক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে বিতর্কিত ও কথিত বিএনপি সদস্যদের বিরুদ্ধে।

স্থানিয়দের দাবি দীর্ঘ দিন নাম শুনলেও এক বছরের বেশি সময় ধরে পুঠিয়া দুর্গাপুরের মানুষের কল্যাণে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দুর্গাপুরের কৃতি সন্তান শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, রাস্তা সংস্কার, সবকিছুতেই উঠে আসে আলহাজ্ব আব্দুস সাত্তারের নাম।

আলহাজ্ব আব্দুস সাত্তারের কথা উঠতেই দুর্গাপুরের একজন পরিচ্ছন্ন বিএনপির কর্মী বলে উঠেন প্রকাশ্যে ও গোপনে বিএনপির পক্ষ থেকে রাজশাহী (৫) আসনের ভোটারদের জন্য যা কিছু বিতরণ করা হয়েছে তার ৭০ ভাগ ছিল আব্দুস সাত্তার সাহেবের। তিনি আরো বলেন যারা দল দরদী তাদের প্রাণের দাবি আলহাজ্ব আব্দুস সাত্তার বিএনপির মনোনয়ন নিয়ে ফিরে আসুক।আব্দুস সাত্তার সংসদ সদস্য নির্বাচিত হলে যারা তার প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও বুঝবেন এই আসনের জন্য তিনি সঠিক ছিলেন।

রাজশাহী জেলা বিএনপির একজন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি মুঠো ফোনে বলেন দুর্গাপুরে যা হচ্ছে এগুলো রাজনীতি নয়। একজন মানুষ মনোনয়ন প্রত্যাশী হয়ে বিএনপির পক্ষ থেকে যে ভাবে মানুষের পাশে থাকছেন সেটি কয়জন পারেন। তিনি আরো বলেন যারা (৫) আসনে মনোনয়ন প্রত্যাশী আমি দেখেছি সব থেকে তিনি যোগ্য। বিএনপির রাজনীতিতে এমপি হিসেবে এমন স্বচ্ছল মানুষের দরকার। যারা তার নামে গুজব ছড়াচ্ছেন আমি তাদের বলতে চাই বিএনপির হয়ে কাজ করুন। অন্যের প্রয়োজন হয়ে নয়। প্রয়োজন ফুরিয়ে গেলে তখন আর প্রিয়জন থাকবেন না।

দুর্গাপুর পুঠিয়ার রাজনীতি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য বলেন, তারেক রহমান জুলুম নির্যাতনের কবলে পড়া দলটিকে ঢেলে সাজাতে রাত দিন পরিশ্রম করছেন। অথছ নিজেদের আখের সাজাতে দলের ভেতরে থাকা রাক্ষুসে ব্যক্তিরা মাঝে মধ্যেই তৎপর হয়ে উঠছেন। তিনি আরো বলেন যাদের সহায়তা করার ক্ষমতা বা ইচ্ছে নেই তারা চুপ থেকে সঙ্গে হায়তা করা ব্যক্তিদের উৎসাহ দেওয়া দরকার।

কেন্দ্রীয় নেতা বলেন বিএনপির পক্ষে যদি কেউ মানুষের পাশে দাঁড়ায় তাকে উৎসাহিত করুন। পছন্দের ব্যক্তির মনোনয়নের পাল্লা ভারি করতে বিতর্কিত কার্যক্রম বন্ধ করুন। একজন মানুষ মৃত ব্যক্তির জানাযায় গেলেন আর আওয়ামী লীগ নেতার পাশে তার ছবি তুললেন,নিজের সম্পত্তি নিয়ে সালিশ বৈঠকে আওয়ামী লীগ নেতার সাথে ছবি তুললেন এডিট করলেন এগুলো কোন রাজনৈতিক চর্চার মধ্যে পড়েনা এগুলো ছেড়ে তারেক রহমানের আদর্শ ধারণ করে বিএনপিকে এগিয়ে নেওয়ার আহব্বান জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button