রাজশাহী ৫ আসনে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হয়ে বিএন পির মনোনয়ন পেতে চান- শিমুল
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর পুঠিয়া দুর্গাপুর (৫) আসনে অতীত ভুলে মাঠে নেমেছেন দুই ডজনের বেশি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। যাদের নামের পুর্বেই বিভিন্ন স্মৃতিতে আওয়ামী লীগের নাম উঠে আসে। ব্যবসায়ী পার্টনার থেকে একাধিক অন্তরঙ্গ মহুর্তে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক নেতা কর্মীদের সাথে যাদের দেখা মিলেছে এখন তারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
সম্প্রতি সময়ে রাজশাহী (৫) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী একজন ব্যক্তি আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, এমন তথ্য প্রমান এসেছে গণমাধ্যম কর্মীদের হাতে। এমন তথ্যের সত্যতা খুঁজতে মাঠে নামেন একদল গণমাধ্যম কর্মী। আর তাতেই ধরা পড়ে সেই মনোনয়ন প্রত্যাশীর নাটকীয় রুপ। আওয়ামী লীগ সরকারের সময়ে আওয়ামী লীগের হয়ে কয়েক শত কোটি টাকার মালিক বনেযান পুঠিয়ার শিমুল নামের বিএনপির সেই মনোনয়ন প্রত্যাশী।
শুধু রাজধানী ঢাকাতেই গড়ে তুলেছেন অঢেল সম্পদ। রাজশাহীর সিএন্ড বি এলাকায় গড়েছেন বিলাশ বহুল আবাসিক হোটেল। এখন রাজশাহীতে এক নামেই পরিচিত সেই বিলাশ বহুল আবাসিক হোটেলটি। সুত্র বলছে সবই তার ভাগ্যে জুটেছে আওয়ামী লীগের ধারালো চেরাগ দিয়ে। বেরিয়ে এসেছে তার ব্যবসায়ী আংশিদার মহানগর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। অপর আংশিদার পুঠিয়ার ডাবলু নামের একজন আওয়ামী লীগ নেতা।
ডাবলু পুঠিয়ার দুর্গাপুর (৫) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা ছাত্রলীগ নেতা আহসান হাবিব মাসুদের আপন ভাই। এছাড়াও ডাবলু বিভিন্ন সময় বিএনপিকে কুটুক্তি করে ফেসবুক সহ যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়াতেন। যার প্রমান গণমাধ্যম কর্মীদের নিকট সংরক্ষিত। বিএনপির একমাত্র অভিভাবক তারেক রহমান কে নিয়েও কুটুক্তি করার প্রমান রয়েছে ডাবলুর বিরুদ্ধে।
ডাবলু ও শিমুল একই গত্রের হয়ার সুবাদে আওয়ামী লীগের আস্থা ভাজন হতে তাদের সময় লাগেনি।সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে ফেসবুকে পোস্ট সহ নানা কীর্তি মিলেছে ডাবলু ও শিমুলের একাধিক অন্তরঙ্গ মুহূর্তগুলোর। শিমুল আওয়ামী লীগের ক্ষমতাধর ওবাইদল কাদেরের ঘনিষ্ঠজন হয়ে অন্তরঙ্গ মুহূর্তের কিছু প্রমান এসেছে গণমাধ্যম কর্মীদের হাতে। জানা গেছে গত বছরের ৫ আগস্টের পরে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আড়াল করে বিএনপির নিশান কপালে বেধে মনোনয়ন হাতাতে মাঠে নেমেছেন শিমুল।
অভিযোগ রয়েছে এরই মাঝে তার নির্দেশে বিএনপির প্রবীন নেতা কর্মীদের উপর হামলার ঘটনার জন্ম দিয়েছেন শিমুল। এমন বিতর্কিত কর্মের পরেও তিনি চক্ষু লজ্জা ফেলে কিভাবে বিএনপির মত বৃহত্তর দল থেকে মনোনয়ন প্রত্যাশা করেন এমন প্রশ্ন তুলে বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য বলেন যেহেতু বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, তাই যে কেউ মনোনয়ন চাইতে পারেন, তবে চাইলেই তাকে মনোনয়ন দেওয়া হবে এমনটি নয়। তিনি বলেন রাজশাহী (৫) আসনের বিষয় কেন্দ্রীয় নির্ধারকদের মাথায় আছে। কোন বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পাবেনা এটি স্পষ্ট জানিয়ে দিলাম।
যারা সাধারণ মানুষের পাশে বিভিন্ন সময় আছেন দল থেকে তার দিকে বেশি নজর রয়েছে। শিমুল এর বিষয় নিয়ে একজন গোয়েন্দা সংস্থার সদস্য জানান তার সকল কিছুর নোট উপরে আছে, এর বেশী তিনি কিছু বলতে না রাজ। শিমুলের বিরুদ্ধে উঠা এমন অভিযোগ এর বিষয়ে জানতে তাকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন তুলে নাই। পরে WhatsApp ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই বলেন আমি পরে কথা বলছি। এর পরে ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর আসেনি তাই বক্তব্য পাওয়া যায়নি।