মুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে মাদক বিরোধী সংগঠনের প্রচার সম্পাদকের উপর পরিকল্পিত হামলা নিয়ে তোল পাড়

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিন ধরেই রাজশাহীর শালবাগান পার হাউজ মোড়ের আসাম কলোনির রুবেল ঘিরে নানা বিতর্কের অভিযোগ। মাদক কারবার থেকে শুরু করে চাঁদাবাজির অভিযোগ নিয়ে পুর্বেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আটক হয়ে পুনরায় এলাকায় ফিরে আবারো নানা বিতর্কে জড়িয়ে পড়েন।

অভিযোগ উঠেছে রুবেল সহ তার দল গত ৮ ডিসেম্বর পারহাউজ মোড়ে আবারো নতুন ঘটনার জন্ম দিয়ে তিনি প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে ঘুরছেন। স্থানিয়দের অভিযোগ ও নগরীর চন্দ্রিমা থানার মামলা সুত্রে জানা যায় ৮ ডিসেম্বর পারহাউজ মোড়ের শান্তি প্রিয় সমাজ কল্যান সংস্থার প্রচার সম্পাদক বাবু তার কর্মস্থল অফিস থেকে ফেরার পথে তাকে পারহাউজ মোড়ের উপর অতর্কিত হামলা করেন রুবেল সহ তার লোকজন। এ সময় প্রচার সম্পাদক বাবু কে বেধড়ক মারধর করে তার নিকট থেকে ৪ লক্ষ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় রুবেল সহ তার বাহিনীর লোকজন । এ সময় আহত বাবু কে স্থানিয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত বিএনপি নেতা বাবু ১০ ডিসেম্বর নগরীর চন্দ্রিমা থানায় হামলাকারী রুবেল সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। আহত বাবু জানান দীর্ঘ দিন ধরেই যুবলীগ নেতা পরিচয়ে রুবেল মাদক সহ নানা অপকর্মের জন্ম দিয়ে আসছিলেন। কিন্তু আসাম কলোনি পারহাউজ মোড়ের পরিচ্ছন্ন ব্যবসায়ীরা মিলে শান্তি প্রিয় সমাজ কল্যান সংস্থা নামে সংগঠন করে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করলে রুবেল বাহিনী ক্ষিপ্ত হয়ে উঠেন আর তখন সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়া চেষ্টা করেন এই ঘটনা নিয়েই হামলার পরিকল্পনা নেয় বিতর্কিত রুবেল।

সমাজ কল্যান সংস্থার সভাপতি পরিচ্ছন্ন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস বলেন যখন মাদকের বিরুদ্ধে আমাদের পরিচ্ছন্ন সংগঠন অবস্থান নিয়েছেন ঠিক সেই সময় মাদক কারবারিরা এমন হামলার ঘটনা ঘটালেন। তিনি এমন ঘটনার জন্য রুবেল সহ তার পুরো সিন্ডিকেটের কঠোর শাস্তির দাবি করেন।

তিনি অভিযোগ করেন থানায় মামলার পরেও গ্রেপ্তার না হয়ে কেন রুবেল প্রকাশ্যে প্রগান্ডা ছড়াচ্ছেন। এই সাহস সুযোগ কিভাবে পাচ্ছেন। যেখানে সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে রুবেল সহ তার বাহিনী বাবুর উপর হামলা করছেন সেখানে প্রমানের আর কি বাকি থাকে। অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি তুলেন তিনি। নাটোর সহ দেশের কয়েকটি জায়গায় রুবেলের নামে মামলার কথাও উল্লেখ করেন তিনি।

সিসি ক্যামেরার ফুটেজ প্রমান থাকার পরেও কেন রুবেল কে এখনো আইনের আওতায় আনা হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আর এম পি পুলিশের উপ পুলিশ কমিশনার মিডিয়া গাজিউর রহমান বলেন মামলাটি গুরুত্ব সহকারে দেখার জন্য চন্দিমা থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে,আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রবেলের বিরুদ্ধে থানায় মামলার হয়ার খবর শুনে অনেকেই কানা ঘষা করছেন রুবেলের কিছুই হবেনা কারণ তার খুঁটি অনেক শক্ত। আর এই শক্ত খুঁটির শক্তি ধরেই তিনি নানা অপকর্মের জন্ম দিয়ে আসছিলেন। আর এম পি পুলিশের একটি সুত্র জানায় রুবেলের বিরুদ্ধে এত অভিযোগ প্রমান থাকার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হতে দেরি হয়াটার পেছনে কোন রহস্য আছে কি না সেটি সন্দেহের। অভিযোগ এর বিষয় নিয়ে জানতে রুবেলের মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button