চারঘাটবাঘামুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে আবু সাইদ চাদের পেছনে জনতার ঢল

বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট বাঘার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আবু সাঈদ চাদ সংসদ সদস্য হয়ে সংসদে কথা বলবেন। সাধারণ মানুষের এমন ইচ্ছে এবার পুন্য হতে চলেছে। গত ৩ নভেম্বর থেকে সাধারণ মানুষের উপচে পড়া ঢল আবু সাঈদ চাদের বাড়িতে।

স্থানীয়রা বলছেন, শুধু বাড়িতেই নয় বিএনপি’র মনোনয়ন পাওয়ার পর প্রিয় নেতা আবু সাঈদ চাদ কে দেখতে প্রতিদিন ভিড় করছেন কয়েক হাজার ভোটার।পা ফাটা মানুষের সাথে মিশে যাওয়া আবু সাঈদ চাদের মনোনয়ন যেন রাজশাহী ৬ আসনের ভোটারদের ঈদের আমেজ দিচ্ছে।

প্রিয় নেতার জন্য অনেকেই দোয়া করছেন প্রাণ খুলে। কেউবা ছুটছেন প্রিয় নেতার পেছনে। প্রিয় নেতার পিছনে ঘুরে এই তিনি মনের তৃপ্তি নিচ্ছেন। অনেকেই বলছেন মনোনয়ন পাওয়ার পরে আবু সাইদ চাদ কে ভোটের জন্য কোথাও যেতে হবেনা। তিনি পুর্বে যা করে রেখেছেন এর প্রতিদান মানুষ এমন ভাবে দিতে চান যে নির্বাচনের পরে সারা দেশে আলোড়ন সৃস্টি হতে পারে তার ভোট দেখে। প্রিয় নেতার জন্য রাজশাহী (৬) আসনের মানুষ প্রস্তুত।

আবু সাঈদ চাদ বলেন আমার মনোনয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের। তাই সকল গ্রুপিং ভুলে সকলকে ধানের শিসের পক্ষে কাজ করতে হবে। তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এই প্রবীণ নেতা। তিনি বলেন দলের মনোনয়ন পেয়ে আমি সত্যিকারে খুশি হতে পারিনি,যতক্ষণ না বিএনপি দেশের দায়িত্ব বুঝে নিচ্ছেন ততক্ষণ আমি শঙ্কায় রয়েছি। তিনি আরো বলেন বিএনপির হাতে দেশ থাকলে আপনারা নিরাপদে বাড়ি ফিরবেন। নিরাপদে বাড়িতে ঘুমাবেন বিএনপি এখন তারেক রহমানের হাতে তাই সকলেই দোয়া করুন যেন বিএনপি দেশের এক মাত্র অভিভাবক হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button