নাম মাত্র ছদ্ম বেশি ব্যবসার আড়ালে মাদকে উত্তর অঞ্চল কাঁপাচ্ছে রাজশাহীর- রাসেল
সুভাষ সরকারঃ
ভয়ংকর রাজ্যের পিতা ন্যাংড়া রাসেল। ছদ্মবেশি নাম মাত্র ব্যবসার আড়ালে উত্তর অঞ্চল তার হাতের মুঠোয় নিয়ে দীর্ঘ সময় করছেন মাদকের একক রাজত্ব।রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কোদাল কাটি ও মানিক চর নামের দুটি চরে অনুসন্ধানে নামেন একদল গণমাধ্যমকর্মী। চরাঞ্চলে দীর্ঘ অনুসন্ধান চলাকালে এক ডজন হিরোইন ফাদারের নাম উঠে আসে হিরোইন পারাপারের অভিযোগ নিয়ে।
কোটাল কাটি চরের কোটিপতি রুহুল,সেন্টু মেম্বার,মাহাবুর,শাহিন,জেল হাজতে আটক থাকা তারেক সহ একাধিক মাদক ব্যবসায়ীর নাম উঠে আসে। দুইজন মাদক ফাদার কোটিপতি রুহুল ও সেন্টু মেম্বার কে নিয়ে ২৪ সেপ্টেম্বর জাতীয় পত্রিকা সহ আইপি টিভিতে সংবাদ প্রকাশিত হয় আর তাতেই বেরিয়ে আসেন উত্তর অঞ্চলের রাজা আনোয়ারুল হাসান, ওরফে মনোয়ারুল হাসান, ওরফে রাসেল বাবা। তিনি প্রথমে সংবাদ প্রকাশ না করতে প্রভাবিত করার চেষ্টা করেন। পরবর্তীতে WhatsApp থেকে সাংবাদিককে প্রান নাশের হুমকি দেন। এই ঘটনা নিয়ে সাংবাদিক থানায় জিডি সহ আইনী পদক্ষেপ গ্রহণ করেন। পরের দিন রাজশাহীর পেশাদার সাংবাদিকরা রাসেল সহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি তুলে মানব বন্ধন করেন।
আর এম পি সুত্রে জানাযায় সাংবাদিককে প্রান নাশের হুমকি দাতা রাসেলের বাড়ি থেকে পুর্বে বিপুল পরিমান ইয়াবা জব্দ করেন আর এম পি পুলিশ। উপশহর এলাকার তিন নম্বর সেক্টরের ১৭৭ নম্বার (এভারেস্ট হারমনি) প্লটের বহুতল এ্যাপার্টম্যন্ট তৃতীয় তলা থেকে মহানগর বোয়ালিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ী দম্পতিকে ইয়াবা সহ গ্রেফতার করেন।
জানা গেছে গোদাগাড়ীর আঁচুয়া তালতলা গ্রামের লুতফর রহমানের ছেলে মনোয়ারুল হাসান রাসেল (৪৫) ও তার স্ত্রী মরিয়ম (৪০)আটক হন।গোয়েন্দা তিথ্য বলছে তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। তবে এখন তারা পুরো উত্তর অঞ্চল নিয়ন্ত্রণ করছেন। মাদকের চেরাগ দিয়ে অর্ধশত কোটি টাকা মুল্যের বাড়ি। খামার জমি সব কিছুর মালিক এখন তারা।
কে এই রাসেল?
এদিকে এই মাদক ব্যবসায়ী রাসেলের বিষয়য়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। নিজ এলাকা গোদাগাড়ীতে সে ‘চিট রাসেল’ হিসেবেই পরিচিত।
রাসেল অর্ধশত কোটি টাকা ব্যয়ে রাজশাহী শহরের তেরখাদিয়া উত্তর পাড়া এলাকায় ৫ কাঠা জায়গার ওপর সাত তলা ফাউন্ডেশনে আলিশান বাড়ি নির্মাণ করছে।
স্থানীয়রা জানান, বাড়িটি নির্মাণে দামি সব উপকরণ ব্যবহার হচ্ছে। এছাড়া রাজশাহী নগরীর উপশহর দুই নম্বর সেক্টর এলাকায় রয়েছে তার আরও একটি সুপরিসর দামি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি রাসেল ৭০ লাখ টাকায় কেনেন ২০১৫ সালে। পাশপাশি ফ্ল্যাট সজ্জায় ব্যয় করেন লক্ষাধিক টাকা। পুর্বে এই ফ্ল্যাটটিতেই রাসেল বসবাস করে আসছিল। বর্তমানে ৫ কাঠার আলিশান বাড়িতে মাঝে মধ্যে দেখা মিলে রাসেলের। এছাড়া তার গ্রাম গোদাগাড়ীর মাটি কাটায়ও জমি- কিনেছেন বিস্তর। কথিত আছে এর বাইরেও ঢাকায় রয়েছে তার দুটি আলিশান ফ্ল্যাট। চড়েন অর্ধকোটি টাকার গাড়িতে। মাদক বহনের জন্য একাধিক প্রাইভেট রয়েছে তার।
মনোয়ারুল হাসান রাসেল ওরফে চিট রাসেল কর্মজীবনের শুরু বাসের হেলপারী দিয়ে। এখন সে উত্তরাঞ্চলের কুখ্যাত মাদক সম্রাট বলে পরিচিত। গত ১৪ বছর মাদকের ব্যবসা করে অন্তত দুই শত কোটি টাকার মালিক হয়েছে চিট রাসেল। ২০১৬ সালের আগস্ট মাসে দেড় কোটি টাকা মূল্যের (তৎকালীন বাজার মূল্য) ৬০ হাজার পিস ইয়াবাসহ টাঙ্গাইলে র্যাবের হাতে ট্রাক সহ আটক হয়েছিল এই মাদক সম্রাট রাসেল। সে সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ইয়াবার এই সবচেয়ে বড় কারবারি আটকের খবর জানাজানির পর রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ীতে তার এক ডজন সহযোগী গা ঢাকা দিয়েছিল।
২০১৬ সালের আগস্ট মাসের ৩ তারিখ সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকায় টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের সামনের মহাসড়ক থেকে মাদক সম্রাট চিট রাসেল ও তার সহযোগীকে আটক করে র্যাব ১২ এর একটি দল। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়েরের পরদিন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছিল। চিট রাসেল গোদাগাড়ী থানা পুলিশ ছাড়াও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও র্যাবের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।
প্রশাসনের দেয়া তথ্য মতে, শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে এই রাসেল অন্যতম। উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় সে ইয়াবা সহ হিরোইন সরবরাহ করে আসছে।
গোদাগাড়ীর স্থানিয়রা জানান, গত ১৪ বছরে ইয়াবা ও হিরোইনের ব্যবসায় সে দুই শত কোটির বেশি টাকার মালিক হয়েছে। ২০১৬ এর আগে রাসেল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কক্সবাজারে চারবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে বেশ কয়েকবার ইয়াবাসহ আটক হলেও প্রতিবারই কোটি টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যান অলৌকিক ক্কমতায় বলে। দেশের বিভিন্ন স্থানে তার নামে মাদকের মামলা হলেও কালো টাকার বিনিময়ে মামলা থেকে নিজের নাম বাদ দেওয়ার প্রমান মিলেছে তার বিরুদ্ধে।
স্থানিয়দের দাবি তার নেটওয়ার্কের সঙ্গে কয়েক শত পাইকাড়ি ও খুচরা ইয়াবা ব্যবসায়ী জড়িত। এছাড়া গোদাগাড়ীর হিরোইন ফাদার কোটিপতি রুহুল,তারেক, পুয়া বাবু ও হুমায়ুন মাদক সম্রাট রাসেলের প্রধান সহযোগী হিসেবে কাজ করছেন দীর্ঘ সময় ধরে। এরা প্রশাসনের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী হলেও প্রশাসন অজ্ঞাত কারণে নিরব ভূমিকা পালন করেন।
বাসের হেলপার হয়ার পুর্বে রাসেল টেম্পোর হেলপারি করত। পরে প্রমোশন হয়ে হন নাহার বাসের হেলপার। আর্থিক দৈন্যতায় কারনে রাসেল ১৬ বছর আগে গোদাগাড়ীর কয়েকটি মাদক সিন্ডিকেটের কামলা হিসেবে কাজ করত বলেও প্রমান মিলেছে। টাকার বিনিময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিত তাদের হেরোইন। গোদাগাড়ী থেকে ঢাকায় হেরোইন পৌঁছানোর কাজ করতে গিয়ে রাসেল একসময় নিজের নেটওয়ার্ক গুছিয়ে নেমে পড়ে মাদক ব্যবসায়।
গোয়েন্দা সংস্থার সুত্রটি আরো জানান প্রথমে হেরোইনের ছোট ছোট চালান নিয়ে ঢাকায় বিক্রি করত রাসেল। এই ব্যবসার মাধ্যমে কক্সবাজারের একটি ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে তার যোগাযোগ ঘটে। এরপর নিজেই কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে মোটরসাইকেলে রাজশাহী আসতে শুরু করে। কয়েক বছরের মধ্যেই রাসেল বিপুল টাকার মালিক হয়ে যায়। ইয়াবা ব্যবসার প্রসারে নিজেই কিনে ফেলে দুটি ট্রাক ও দুটি পিকআপ। এসব ট্রাক ও পিকআপে করে সরাসরি টেকনাফ থেকে রাজশাহীতে ইয়াবা চালান করছিল রাসেল।
সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইয়াবার চালান পৌঁছানো কঠিন হয়ে পড়লেও রাসেল সিন্ডিকেট এখনো তৎপর। রাসেল সহ তার সিন্ডিকেট কে শক্ত ভাবে আইনের আওতায় আনলে প্রশাসনের প্রতি শুশিল সমাজের মনোভাব আরো উজ্জ্বল হবে বলে মনে করছেন অনেকেই।