দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

দূর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত 

মমিনঃ

রাজশাহী দুর্গাপুরে উপজেলা পরিষদ অফিস কক্ষে বঙ্গুবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ শ্লোগানকে সামনে রেখে ৫১ তম সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানে উপলক্ষে প্রশাসন এবং সমবায় অধিদফতরের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন,  বিশেষ করে আলোচনা র‌্যালি সভা, উল্লেখযোগ্য এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও  আওয়ামীলীগের সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে বেলা ১১টায় র‌্যালি বের করেন। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডা: মুনসুর রহমান ।

এ সময় তিনি বলেন  ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন ।সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে।দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধন মূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করার অব্যাহত রাখেন।

সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।

সমবায় দিবস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাএলীগের সভাপতি মোহাম্মদ সাকিল রাজশাহী জেলার আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রদুত কুমার সরকার ছাএলীগের সাধারন সম্পাদক রিপন ও ৪ নং দেলুয়াবাড়ির  ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব কাউসার আহমেদ সুজন মমিন নাইম ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button