বিনোদন

অবশেষে পালিয়ে বিয়ে করলেন অপূর্ব-সারিকা

বিনোদন ডেস্কঃ

প্রেম ভালোবাসা পরিবারের কেউ মেনে না নেয়ায় অবশেষে পালিয়ে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সারিকা সাবরিন। তবে এই কথাটা বাস্তবে নয় আসন্ন ঈদে আসছে বিশেষ একটি নাটকে ‘পালিয়ে বিয়ে। এই নাটকে মজার নাটকে অভিনয় করেছেন এই তারকা জুটি।

গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। নাটকে আরো অভিনয় করেছেন মনিরা মিঠুসহ অন্যরা।

;পালিয়ে বিয়ে’ করার একটি দৃশ্য এই নাটকের গল্পে দেখা যাবে, হঠাৎ অপূর্বর গাড়ির সামনে এসে একজন সাহায্য চাইছেন। যিনি সাহায্য চাইছেন, তার সাজ নববধূর। প্রথমে অপূর্ব ছিনতাইকারী ভাবলেও এক সময় বুঝতে পরে মেয়েটি আসলেই বিপদে পড়েছে। নানা ঘটনার পর সারিকার স্থান হয় অপূর্বর বাসায়। তার মা মনে করেন, ছেলে পালিয়ে বিয়ে করেছে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘পালিয়ে বিয়ে’।

নির্মাতা বি ইউ শুভ বলেন, মানুষ যে ধরনের গল্প উপভোগ করেন, এটা তেমনই একটি কাজ। আশা করছি, নাটকটি দর্শকদের মন ছুয়ে যাবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button