পাবনাসারাদেশ

দেশে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

পাবনা প্রতিনিধিঃ

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।সোমবার (৮ মার্চ) দুপুরে ওই কারখানায় যৌথ অভিযান চালায় জেলা পুলিশ ও ডিবি পুলিশ। এ সময় দুটি শাটারগান ও একটি বিদেশি রিভলবারসহ দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- বেড়া উপজেলার রাকশা ভারেঙ্গা গ্রামের মকছেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মনসুর মিঠু(৩৫) ও একই উপজেলার নাটিয়া বাড়ি রাজনারায়নপুর গ্রামের মো. হানিফ কাজীর ছেলে আব্দুল্লাহ আল সিয়াম(২২)।

পাবনার এডিশনাল এসপি মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নাটিয়াবাড়ি মোড়ে শাহ আলমের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখান থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির সঙ্গে জড়িত দুজনকে হাতেনাতে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র তৈরির আইনে মামলা করা হয়েছে।মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button