নাটোর

সকল শ্রেণিপেশার মানুষের কথা ভাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধরা এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রকল্পের আওতায় উপজেলায় ৪২ গৃহহীন ও সংশ্লিষ্ট ইউনিয়নে ৭ জন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ শুরু হলো। আজ রবিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, মাহমুদুল হক মুকুল সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন প্রমুখ। সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ‘সকল শ্রেণিপেশার মানুষের কথা ভাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এভাবেই তিনি বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ার চেষ্টা করছেন। আমাদের সকলের উচিত তাকে সহযোগিতা করা। আগামী দিনগুলোতে লালপুর-বাগাতিপাড়ার মানুষের জন্য যা যা করণীয় সবই করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button