বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সিয়াব আলী ৯ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।গত কাল ১৭ মে সোমবার উপজেলার বজরাপুর গ্রামের উত্তরপাড়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত সিয়াব আলী একই উপজেলার বাঁশবাড়িয়া এলাকার সোহেল রানার ছেলে এবং বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে , এবারের ঈদ পালন করতে বাগাতিপাড়া উপজেলার বজরাপুর গ্রামের নানা আবুল হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সিয়াব আলী। সোমবার দুপুরের দিকে নানা বাড়ির পাশের একটি পুকুরে সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। তবে সে সাঁতার জানতো না বলে স্থানীয়রা জানিয়েছে তাদের পরিবারের বরাত দিয়ে । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





