রাজশাহীরাজশাহী সংবাদ

বন্ধ হয়নি রাজশাহী জেলা নারী শিশু কোর্টের অনিয়ম

কিছুতেই থামছে না রাজশাহী জেলা নারী শিশু কোর্টের পেশকার মহব্বত ও অফিস সহকারী পলাশের অনিয়ম দুর্নীতি। এই দুই বাবুর নানা অনিয়ম নিয়ে গত ২৫ মে সংবাদ চলমানে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরে নড়ে চড়ে উঠে রাজশাহী আদালতে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারিরা।

বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সংবাদ পত্রের মুখ চেপে ধরতে তারা মরিয়া হয়ে উঠে। কোন হুমকি তোয়াক্কা না করে তাদের অনিয়মের অনুসন্ধান অব্যাহত রাখেন সংবাদ চলমান। গত এক সপ্তাহ ধরে পেশকার মহব্বত ও পিয়ন পলাশের  রহস্যময়ী তথ্য এসেছে প্রতিবেদকের হাতে। পেশকার পলাশ আদালতে বিচারকের নাম ব্যবহার করে নিজ এলাকায় অঢেল সম্পদের বীজ বপন করতে শুরু করেছেন। শুধু আদালতের ছায়া কাজে লাগিয়ে একাধিক বিপদ গ্রস্থ ব্যক্তিদের নিকট থেকে বিভিন্ন সময়ে কয়েক লক্ষ টাকা  হাতিয়ে নিয়েছেন। সূত্র বলছে তার বাড়ি রাজশাহীর বাহিরে হলেও  রাজশাহীতে চলাচলে তার বিশাল দাপট। হাতে সকল সময় বেনসন সিগারেটের ধোঁয়া উড়তেই থাকে। জেলা নারী শিশু আদালত চত্তরের প্রবেশ দারের দোকানে প্রতিমাসে শুধু সিগারেটের বিল দেন অর্ধলক্ষ টাকা। আদালতের কিছু আইনজীবীরা পর্যন্ত ভয় পায় পেশকার মহব্বতের অলৌকিক ক্ষমতা দেখে।

রাজশাহী আইনজীবী সমিতির একজন সিনিয়র আইনজীবী জানান, মহব্বত ও পলাশের দারা আদালতের অধিকাংশ আইনজীবী ও তাদের সহকারিরা হয়রানির শিকার হন এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। তিনি বলেন যেহেতু সেই আদালতে তাদের যেতে হয় তাই তারা প্রকাশ্যে মুখ খুলতে চায়না । পেশকার তার চেয়ারে বসে টাকা নেয় একটা  ছোট শিশু কোর্টে আসলেও তার নজরে পড়বে এমন দৃশ্য। মোটা অংকের টাকা নিয়ে  কয়েকটি বড় ধরনের মামলা তদবিরের অভিযোগ ও রয়েছে পেশকার মহব্বতের  বিরুদ্ধে।  তবে বিষয় গুলো নিয়ে সেই কোর্টের  বিচারকের ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মন্তব্য করেন তিনি। এদের কারণে আদালতের প্রতি বিচার ব্যবস্থার প্রতি মানুষের খারাপ ধারণা জন্ম হচ্ছে। পলাশ নামের পিয়নের কেন এত দাপট ,তিনি বিচারক কে আত্মীয় পরিচয় দিয়ে নানা তদবির করার প্রতিশ্রুতি দিয়েছেন এমন রেকর্ড এসেছে গণমাধ্যম কর্মীর হাতে। রেকর্ডের বিস্তারিত আগামী পর্বে প্রকাশ করা হবে।

আদালতের একাধিক সুত্র নিশ্চিত করেছেন পলাশের  নিকট আইনজীবীর সহকারিরা সকল সময়  জিম্মি  থাকেন। কারো নকল , কারো স্বাক্ষর কারো নোটিশ, সবই পলাশ বাবু করে থাকেন। কোন লেনদেন ছাড়া পলাশ বাবু একধাপ নড়েন না। টাকা না পেয়ে আদালতের  ভেতরে  আইনজীবীর সহকারিকে লাঞ্চিত করার অভিযোগ রয়েছে এই পলাশের বিরুদ্ধে। এত কিছুর পরেও পলাশ  বিচারকের আত্নীয় পরিচয় শুনে কেউ প্রকাশ্যে কিছু বলেনা। প্রকাশ্যে ঘুষ নেওয়া জামিনের তদবির সহ মাদক সেবনের অভিযোগ পর্যন্ত রয়েছে এই পলাশের নামে। আদালতের মত আস্থার জায়গায়  বসে তারা  কিভাবে একাধিক অনিয়ম আর দুর্নীতির জন্ম দিচ্ছেন এমন প্রশ্ন সংশ্লিষ্ট মহলের। তাদের অনিয়ম আর দুর্নীতির সকল কিছু নিয়ে  আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন একটি সাংবাদিক সংগঠন।

সেই সাংবাদিক সংগঠনের একজন নির্বাচিত সদস্য জানান মাননীয় আইন মন্ত্রীর দপ্তরে কথা হয়েছে শীঘ্রই লিখিত যাচ্ছে। প্রধান বিচারপতি বিষয়টি গুরুত্ব সহ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির নিজস্ব দপ্তর।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button