নাটোররাজশাহীসংবাদ সারাদেশ

নাটোরে খাবার পেয়ে মহাখুশি করোনায় আক্রান্ত ভ্যানচালক

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা পেয়ে খুশিতে আপ্লুত হলেন করোনায় আক্রান্ত দরিদ্র অসহায় অসুস্থ ভ্যান চালক আসকান আলী।

করোনা মহামারিতে কর্মহীন অবস্থায় করোনার আক্রান্তে স্থবির হয়ে পড়েছে অনেক পরিবার। বড়াইগ্রামে এমনই একটি উপার্জনহীন আসকান আলীর পরিবার। প্রত্যন্ত এলাকার নগর ইউনিয়নের লক্ষিচামারি গ্রামে পরিবার নিয়ে থাকেন ভ্যানচালক আসকান আলী। হাঁপানি শ্বাসকষ্টে কাজ করার সামর্থ্য প্রায় হারিয়ে ফেলেছেন তিনি। এই অবস্থায় স্ত্রী, তিন শিশু নাতনী ও মেয়ে নিয়ে ছয় সদস্যের আসকানের পরিবারটি দু-মুঠো খাবারের জন্য যেখানে রীতিমতো যুদ্ধ করছিল, সেখানে আবার মরার উপর খাড়ার ঘা হয়ে হাজির হয় করোনা।

গত ২৯ জুলাই আসকান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হলে একেবারে স্থবির হয়ে পড়ে পরিবারটি। তাদের এই দুঃখভরা দুর্দশার জীবন কয়েকদিন আড়ালে থাকলেও বিষয়টি শুক্রবারে উপজেলা প্রশাসনের নজরে আসে। তখন শুক্রবার বিকেলেই তার বাড়িতে খাবার পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এ খাদ্য সহায়তা পেয়ে আসকান আলী ও তার পরিবার মহাখুশি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button