ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্তের লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত

লিমন সরকার ঠাকুরগাও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরেরসভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, আতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সলেমান আলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান হিটলার হক, সহিদ হোসেন, সনাতন চন্দ্র রায় ও সাইদুর রহমান, সমবার কর্মকর্তা আহমেদ হোসেন, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, এ এইচ লিটন প্রমূখ।

সভায় ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপজেলায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য ১ হাজার ৮৫৬টি ঘড় নির্মান ও বরাদ্দ দেয়ার মধ্য দিয়ে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button